৫ বছর মুখ্যমন্ত্রী, মানুষ অচ্ছে দিন আসেনি জানিয়ে দিলে দায়ী হবেন অখিলেশ!পাল্টা মোদী
Web Desk, ABP Ananda | 11 Feb 2017 07:46 PM (IST)
বদাউন (উত্তরপ্রদেশ): অখিলেশ সিংহ যাদবের কটাক্ষ ফিরিয়ে পাল্টা বিঁধলেন নরেন্দ্র মোদী। অখিলেশ তাঁকে নিশানা করে বলেছিলেন, 'কাম বোলতা হ্যায়' অর্থাত্ কাজই কথা বলে! ইদানীং দেখা যাচ্ছে, অখিলেশের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মোদী। সেই ধারা বহাল রেখে আজ বদাউনের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, অখিলেশজি বলেন, কাম বোলতা হ্যায়। কিন্তু একটা শিশুও জানে যে, আপনার কারনামা (অপশাসন) আপনার কাজের পরিচয় দিচ্ছে। অখিলেশ মোদীর ২০১৪-র অচ্ছে দিন-এর স্লোগানের প্রসঙ্গ তুলে অখিলেশ প্রায়ই প্রশ্ন করেন, সুদিন কি এল? মোদী বলেন, অখিলেশ জানতে চান, অচ্ছে দিন এসেছি কিনা। গত ৫ বছর ধরে তো উনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। যদি এবার রাজ্যবাসী বলেন, অচ্ছে দিন আসেনি, সেজন্য কিন্তু তিনিই দায়ী থাকবেন।দায়ী থাকবে বিএসপি, কংগ্রেস। সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটকেও আক্রমণ করেন তিনি। বলেন, লোহিয়া ছিলেন কংগ্রেস বিরোধী।আর তাঁর শিষ্যরা কিনা কংগ্রেসকেই জড়িয়ে ধরলেন! আপনারা যারই হাত ধরুন, আমার আপত্তির কিছুই নেই। কিন্তু মানুষকে তো বলতে হবে, তাঁদের সঙ্গে কী করলেন। মোদী এও বলেন, কেন বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার রিপোর্ট কার্ড দেবে না। এরা যেখানেই যাচ্ছে, একটাই প্রশ্ন, মোদী কী বলেছে বা করেছে। এর মীমাংসা তো মানুষ ২০১৯ সালে করবেন। আগে তো নিজেদের খতিয়ান দিন! বদাউন কেন 'পিছিয়ে পড়েছে', সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, বদাউন বিএসপি নেত্রী মায়াবতীর কার্যক্ষেত্র। মুলায়ম সিংহ যাদবের শক্ত ঘাঁটি। কিন্তু এমন ভিআইপি জেলা হওয়া সত্ত্বেও দেশের ১০০টি সবচেয়ে খারাপ জেলার মধ্যে পড়ছে বদাউন যেখানে মৌলিক উন্নয়ন পরিকাঠামোই নেই।