নয়াদিল্লি: জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধীর পর দেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। বললেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।
লন্ডন স্কুল অব ইকনমিক্স ইন্ডিয়া সামিট ২০১৭-য় তাঁর বক্তৃতায় এই অভিমত জানিয়েছেন তিনি। মোদীর নিজের 'ক্যারিশমা' ও 'আবেদন' জাতপাত, ভাষার গন্ডি পেরিয়ে গিয়েছে বলে মনে করেন গুহ। তিনি বলেছেন, এমন এক সময়ে আমরা রয়েছি যখন নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ নেতা হতে চলেছেন বা ইতিমধ্যেই সম্ভবত হয়েও গিয়েছেন। মোদী যে কর্তৃত্ব নিয়ে কাজ করছেন, যে সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি তাঁর, তার বিচারে একমাত্র তাঁকেই নেহরু, ইন্দিরার সঙ্গে একাসনে বসানো যায়। নেহরু, ইন্দিরার পর আর একজনও প্রধানমন্ত্রী এ দেশে আসেননি যাঁর মোদীর মতো কর্তৃত্ব, দাপট, ক্যারিশমা আছে যা জাতি, ধর্ম, ভাষা, সম্প্রদায়, আঞ্চলিক ভেদরেখাকে ছাপিয়ে যেতে পারে।
এর পাশাপাশি তিনি সমালোচনা করেছেন এ দেশের বর্ণভেদ প্রথারও। গুহ বলেছেন, মানুষের তৈরি সামাজিক ভেদাভেদের সবচেয়ে জঘন্য দিক হল বর্ণভেদ ব্যবস্থা এবং আমরা হিন্দুরাই এটা করেছি। দ্বিতীয় যে বিষয় নিয়ে কোনও বিতর্কই হতে পারে না, সেটা হল, ইসলাম ও হিন্দুধর্ম, দুয়েরই ধর্মগ্রন্থে ও বাস্তব প্রয়োগে মেয়েদের প্রতি চরম বৈষম্য করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি এই খ্যাতনামা ইতিহাসবিদ মোদী, অমিত শাহের সমালোচনা করায় তাঁকে ই মেলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন।
'ক্যারিশমা', 'আবেদনে' পেরিয়েছেন জাতপাত-ভাষার গন্ডি, নেহরু, ইন্দিরার পর সবচেয়ে সফল প্রধানমন্ত্রী মোদী, মত রামচন্দ্র গুহ-র
Web Desk, ABP Ananda
Updated at:
30 Mar 2017 02:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -