বেঙ্গালুরু: ভারতে দলিত ও গরিব মানুষের উপর হামলা বাড়ছে। রাজ্যগুলির মতোই কেন্দ্রীয় সরকারও এই ঘটনার দায় এড়াতে পারে না। এমনই মন্তব্য করলেন মার্টিন লুথার কিংয়ের পৌত্র মার্টিন লুথার কিং ৩। তাঁর মতে, এই হামলা ঠেকানোর জন্য প্রধানমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত।


২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি-র জয়ের পর প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা বেড়েছে। বিভিন্ন রাজ্যে একের পর এক নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে গোরক্ষকদের তাণ্ডব, গণপিটুনির মতো ঘটনার পরেও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমেনি। এ প্রসঙ্গে মার্টিন লুথার কিং ৩ বলেছেন, ‘আমার মনে হয়, মানুষ কী চাইছেন সেটাই আসল এবং সবচেয়ে বড় প্রশ্ন। গত নির্বাচনে মানুষ মোদী প্রশাসনকে বেছে নিয়েছিলেন। আমি জানি না আগামী নির্বাচনে ভারতের মানুষ ফের মোদীকে জেতাবেন কি না। যদি তাঁরা মোদীকে আর ক্ষমতায় দেখতে না চান, তাহলে তাঁদের বিরোধিতা করা উচিত। দলিত ও গরিবদের উপর অত্যাচার বন্ধ করতে হলে ভারতকে এখনও অনেকদূর যেতে হবে।’

মার্টিন লুথার কিংয়ের পৌত্রর মতে, ভারতের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রেও ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে। ২০১৫ সাল পর্যন্ত পরিস্থিতি অন্যরকম ছিল। কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করার পর থেকেই হেট ক্রাইম শুরু হয়। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর এই ঘটনা বেড়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকরা গরিবদের পাশে দাঁড়াচ্ছেন না। তাঁরা আইনের শাসন বজায় রাখার জন্যও কোনও ব্যবস্থা নিচ্ছেন না।