শাহজাহানপুর (উত্তরপ্রদেশ): রাহুল গাঁধী তাঁকে গতকাল লোকসভায় ভাষণ শেষে জড়িয়ে ধরেছেন। কংগ্রেস সভাপতির সেই আলিঙ্গনকে 'অবাঞ্ছিত' বললেন নরেন্দ্র মোদী। শনিবার শাহজাহানপুরে কৃষক সমাবেশে প্রধানমন্ত্রী রাহুলের আলিঙ্গনের উল্লেখ করে বলেন, আমরা ওদের অনাস্থা প্রস্তাব আনার পিছনে কী কারণ জানতে চাইলাম, কিন্তু জবাব দিতে না পেরে ওরা একটা অনাকাঙ্খিত আলিঙ্গন করল! বিজেপির বিরুদ্ধে গতকাল অনেকগুলি দলের একজোট হওয়া কেবলমাত্র পদ্মফুল ফুটতেই সাহায্য করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, দল শুধু একটা নয়, কিন্তু একটার পর আরেকটা দল, যার ফলে দলদল অর্থাত কাদাজমি তৈরি হয় যাতে শুধু পদ্মই ফোটে। সব দল একমঞ্চে আসায় বিজেপিরই সুবিধা হবে। প্রধানমন্ত্রী জনসভাকে উদ্দেশ্য করে বলেন, গতকাল লোকসভায় যা হল, তাতে কি আপনারা খুশি? বুঝতে পারলেন, কার ভুল? বিরোধীরা গরিব, যুবক, কৃষকদের উপেক্ষা করে প্রধানমন্ত্রীর গদির পিছনে ছুটছে। শুধু প্রধানমন্ত্রীর চেয়ারের দিকেই ওদের নজর। সেইসঙ্গে বলেন, আমি কি কোনও অন্যায় করেছি? আমি শুধু গরিব ও দেশের জন্য কাজ করছি, দুর্নীতির সঙ্গে লড়ছি। এটাই আমার অপরাধ। আগের সরকারগুলির কৃষকদের সাহায্য করার ইচ্ছা, জেদ ছিল না বলে অভিযোগ করেন মোদী, কৃষক স্বার্থে তাঁর সরকারের নেওয়া প্রধান পদক্ষেপগুলির উল্লেখ করেন, অতীতে সরকার চালানো দলগুলির কৃষক-ঘেঁষা পরিকল্পনা ছিল না বলে অভিযোগ তুলে তাদের দায়ীও করেন। আজমগড়, মির্জাপুর, বারাণসীর ভোটারদের সঙ্গে গত সপ্তাহেই সংযোগ গড়েছেন মোদী। আজ যেখানে তিনি ভাষণ দিলেন, সেই শাহজাহানপুর হল সবচেয়ে বড় খাদ্যশস্যের বাজার, উত্তরপ্রদেশের বড় আখ ফলনকারী জেলা। গত এক মাসেরও কম সময়ে এটি মোদীর তৃতীয় উত্তরপ্রদেশ সফর।
বিরোধীরা জোট বাঁধছে, দলের পর দল, এতে ফুটবে শুধু পদ্ম, কটাক্ষ করে রাহুলের আলিঙ্গনকে 'অবাঞ্ছিত' বললেন মোদী
Web Desk, ABP Ananda | 21 Jul 2018 04:21 PM (IST)