কনৌজ: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করায় সমাজবাদী পার্টিকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ১৯৮৪ সালে এক কংগ্রেস নেতা সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবকে খুন করার চেষ্টা করেছিলেন। অথচ সেই কংগ্রেসের সঙ্গেই হাত মিলিয়েছেন অখিলেশ যাদব! চলচ্চিত্রে যেমন বিরতির পর শত্রুরা একে অপরের বন্ধু হয়ে যায়, ঠিক সেভাবেই কংগ্রেস ও সপা এখন জোট করেছে।

কনৌজের সভা থেকে আজ অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবকেও আক্রমণ করেছেন মোদী। জনতার উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘সমাজবাদী পার্টির পুত্রবধূ গত লোকসভা নির্বাচনের সময় চিপস তৈরির কারখানা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কারখানা হয়নি। কিন্তু তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। আপনারা কি তাঁর কাছ থেকে জবাব চাইবেন না?’

মোদী আরও বলেন, ‘উত্তরপ্রদেশে সপা সরকার গরিব-বিরোধী। আমার নিজের কোনও বাড়ি-গাড়ি নেই। কিন্তু সপা নেতাদের কোটি টাকার গাড়ি আছে। এটা কী ধরনের সমাজবাদ! এটা গরিবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। উত্তরপ্রদেশে অনাথ আশ্রমেও দুর্নীতি হয়।’

নোট বাতিল নিয়ে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা নিয়েও বিরোধীদের তীব্র সমালোচনা করেন মোদী। তাঁর দাবি, জোটের কথা ঘোষণা হওয়ার আগে পর্যন্ত একে অপরের বিরুদ্ধে প্রচার করছিল কংগ্রেস ও সপা। কিন্তু জোট ঘোষণা হতেই তারা বন্ধু হয়ে গেল। কংগ্রেস-সপা জোট উত্তরপ্রদেশের মানুষের স্বপ্ন পূরণ করার বদলে ভেঙে দেবে।