শিলং: ভোটমুখী মেঘালয়ে দল আয়োজিত একটি কনসার্টে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী যে কালো রঙের জ্যাকেটটি পরে এসেছিলেন, তার দাম নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এরইমধ্যে ফের মোদীকে স্যুট-বুটের তোপ রাহুলের। তিনি বলেছেন, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে স্যুট-বুটের সরকার। মোদী সবসময়ই স্যুট-বুট পরিহিত লোকজনদের দ্বারাই পরিবৃত থাকেন। দরিদ্ররা তাঁর পাশে ঘেঁষতে পারে না।
রাহুল বলেছেন, মোদীকে কখনওই গরিব মানুষকে আলিঙ্গন করতে বা কথা বলতে দেখা যায় না। তাঁকে অন্যদের সঙ্গে দেখা যায়। দরিদ্রদের থেকে তাঁর একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, যেটা ওবামা বা অন্যদের সঙ্গে নেই। তিনি এখনও স্যুট-বুটেরই লোক। এর কোনও পরিবর্তন হয়নি।
কংগ্রেস সভাপতি বলেছেন, বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু ওই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন।
উল্লেখ্য, রাহুলের স্যুট-বুট কটাক্ষের জবাবে বিজেপি পাল্টা দাবি করেছে যে, কংগ্রেস সভাপতি ৯৯৫ মার্কিন ডলার দামের জ্যাকেট পরেছেন। মেঘালয় বিজেপি ট্যুইটে কটাক্ষ করে বলে, মেঘালয় সরকারের টাকায় কি এই আড়ম্বর? মেঘালয়ের জনগনের দুঃখদুর্দশার দিকে থেকে নজর ঘোরানোর পরিবর্তে রাজ্যের অপদার্থ সরকারের কাজের রিপোর্ট কার্ড দেওয়া উচিত ছিল।
সেই সঙ্গে রাহুলের জ্যাকেটের মতো আর একটি জ্যাকেটের ছবিও ট্যুইট করে বিজেপি। ওই জ্যাকেটে দাম লেখা ৯৯৫ ডলার (ভারতীয় মুদ্রায় ৬৩ হাজার টাকা।
স্যুট-বুটের লোকেদের সঙ্গেই থাকেন মোদী, কাছে ঘেঁষতে পারেন না গরিবরা, ফের তোপ রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Jan 2018 08:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -