আমদাবাদ: গুজরাতে দ্বিতীয় দফার নির্বাচন পরশু দিন। তার আগে সি-প্লেনে চেপে আজ রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে সবরমতীর তীর থেকে ধারোই বাঁধে পৌঁছন মোদী। তারপর সেখান থেকে সড়ক পথে অম্বাজীর মন্দিরে যান তিনি।আজই গুজরাতে নির্বাচনী প্রচারের শেষ দিন।
সকালে পশ্চিম আমদাবাদের সর্দার সেতুর কাছ থেকে সিঙ্গল ইঞ্জিন বিশিষ্ট সি-প্লেনে চেপে ধারোই বাঁধে পৌঁছন মোদী। প্রসঙ্গত, দেশের মাটিতে এমন বিমান এই প্রথম চলল। মোদীর সি-প্লেনে ওঠার জন্যে, একটি বিশেষ জেটি তৈরি করা হয়েছে। প্লেনে ওঠার সময় চারিদিক থেকে বিজেপি কর্মী ও আমজনতাকে মোদী মোদী বলে চিতকার করতে শোনা গিয়েছে। মেহসানার ধারোই বাঁধের কাছে বিমানটি অবতরণ করে। তারপর সেখান থেকেই সড়ক পথে বানসকন্ঠ জেলার অম্বাজী মন্দিরে যান তিনি। আজ সন্ধে বেলা ওই সি-প্লেনে চেপেই আমদাবাদ ফিরবেন মোদী।
গতকাল এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, এই প্রথম দেশের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রী সি-প্লেনে চেপে সবরমতী নদীতে অবতরণ করবেন। প্রসঙ্গত, আজ বিজেপি আমদাবাদে একটি রোড শোয়ের আয়োজন করেছিল। কিন্তু সেই রোড শোয়ের অনুমতি দেয়নি গুজরাত প্রশাসন। তাই সি-প্লেনে চেপে নির্বাচনী প্রচার সারলেন মোদী। যেহেতু দেশের প্রতিটি জায়গায় বিমানবন্দর থাকা সম্ভব নয়, তাই এখানকার সরকার অভিনব এই সি-প্লেনের ব্যবস্থা করেছ, গতকালের জনসভায় বলেন মোদী। সোমবার গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও এক জনসভায় বলেন, এই প্রথম দেশের ইতিহাসে কোনও সি-প্লেন জলের ওপর অবতরণ করল এবং সেটা হল সবরমতী।
সবরমতী থেকে গেলেন অম্বাজীর মন্দিরে, মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি সি-প্লেনে চাপলেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2017 02:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -