লখনউ: প্রধানমন্ত্রী গরিব পরিবার থেকে উঠে এসেছেন, তাই তাঁকে নিশানা করা হচ্ছে। নরেন্দ্র মোদীর হয়ে এভাবেই সওয়াল করতে গিয়ে বিরোধীদের আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।
এদিন লখনউতে একটি অনুষ্ঠানে মোদীকে ‘অসহিষ্ণু’ বলার জন্য বিরোধীদের একহাত নেন উমা। বিজেপির ‘ফায়ারব্যান্ড’ নেত্রী বলেন, কংগ্রেস দীর্ঘদিন ধরেই সামন্ততান্ত্রিক মনোভাবে আক্রান্ত। এখন তা ছড়িয়ে পড়েছে সমাজবাদী সভাপতি অখিলেশ যাদবের মধ্যেও।
তিনি যোগ করেন, একটা সময় ছিল, যখন সাধারণ মানুষের সমর্থন পেতেন বামেরা। এখন সকল দেশবাসী মোদী ও তাঁর নীতিকেই সমর্থন করছেন। পাঁচ রাজ্যের নির্বাচনে জনতা মোদীকে ভোট দিয়ে ওইসব রাজনৈতিক দলকে মোক্ষম জবাব দেবে বলেও আশাপ্রকাশ করেন কেন্দ্রীয় জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনঃজীবন মন্ত্রী।
উমার দাবি, বিজেপির পক্ষে জোরাল হাওয়া বইছে উত্তরপ্রদেশে। ১৯৯১ সালের বিধানসভা নির্বাচনে দলের অনুকূলে যেমন সমর্থনের জোয়ার ছিল, এবার তার ধার ও ভার অনেক বেশি। এদিন সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোটকে কটাক্ষ করেন উমা। বলেন, অখিলেশ যদি একা লড়তেন, তাহলে বেশি ভোট পেতেন।
আবার, রাহুল গাঁধীকেও একহাত নেন এই নেত্রী। বলেন, কংগ্রেস সহ-সভাপতি (জ্ঞানত বা অজ্ঞাতসারে) এমন কাজ করেন যে, তাতে তাঁর ‘উদাসীনতা’ প্রকট হয়ে পড়ছে। উমার ভবিষ্যদ্বাণী, যে ১০৫ আসনে লড়াই করছে কংগ্রেস, তার মধ্যে ৮০টিতে জয়ী হবে বিজেপি।