আমদাবাদ:  নিজের রাজ্যেই জন্মদিন পালন করবেন নরেন্দ্র মোদী। আগামী ১৭ তারিখ ৬৭ তম বর্ষে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।


বিজেপি সূত্রে খবর, ওইদিন গুজরাতেই থাকবেন মোদী। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ওইদিন সকালে বিশেষ বিমানে করে আমদাবাদে পৌঁছবেন তিনি।

সেখান থেকে প্রথমে গাঁধীনগরে মা হিরাবার কাছে আশীর্বাদ চাইতে যাবেন। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দেখা করবেন মোদী।

বর্তমানে গাঁধীনগরে ছোট ভাই পঙ্কজ মোদীর সঙ্গে বসবাস করেন প্রধানমন্ত্রীর মা।

সেখান থেকে মোদী যাবেন আদিবাসী-অধ্যুষিত দাহোদ জেলায়। সেখানে লিমখেড়া শহরে মোদী একটি সেচ প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে একটি জনসভায় বক্তৃতা দেওয়ার কথাও রয়েছেন।

সেখান থেকে মোদী যাবেন নবসারীতে। সেখানে শারীরিক প্রতিবন্ধীদের সঙ্গে কিছু সময় কাটাবেন মোদী। পাশাপাশি, সেখানেও জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আগামী বছর বিধানসভা নির্বাচনে যাচ্ছে গুজরাত। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এবার সেখানে বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে বিজেপি।

তাদের মতে, পটেল সংরক্ষণের জন্য পতিদার আন্দোলন এবং উনার ঘটনার পর দলিত আন্দোলনের ফলে বিজেপি এখন অনেকটাই কোনঠাসা।

যে কারণে, গতমাসে দুবার গুজরাত সফর করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।