নয়াদিল্লি: আগামী ১০ এপ্রিল ভারতে আসছেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। সেই উপলক্ষ্যে ১২ এপ্রিল একটি নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, ব্রিটেনের রাজ দম্পতির প্রথম ভারত সফরের ব্যাপারে তাঁরা আশাবাদী। তিনি বলেন, এই সফরে ভারত-ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
ব্রিটিশ হাই কমিশন সূত্রে খবর, এদেশে তাঁদের অভ্যর্থনা জানাতে বর্নাঢ্য, তারকাখচিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেট তারকার পাশাপাশি শাহরুখ খান, আমির খান, ঐশ্বর্য, রাই, ঋষি কপূর, হৃত্বিক রোশন, ফারহান আখতারের মতো বলিউড নক্ষত্ররা।
এই সফরে তাজমহল যাওয়ারও কথা রয়েছে উইলিয়াম কেটের।
কেট উইলিয়ামের সম্মানে নৈশভোজ মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2016 03:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -