বারাণসী: আগামীকাল নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী।

বালিয়ায় কর্মসূচি রয়েছে তাঁর। ‘প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা’-র উদ্বোধন করবেন মোদী। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যসীমার নীচে থাকা পাঁচ কোটি পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে।

বালিয়া থেকে বারাণসী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে এক অনুষ্ঠানে এক হাজার ই-রিকশা বিলি করবেন তিনি। এরপর সামনে ঘাট অঞ্চলে জ্ঞান প্রবাহ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দফতরে যাবেন মোদী। সেখান থেকে তিন আসসি ঘাটে গিয়ে ১১টি সৌরবিদ্যুত চালিত ই-বোটের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগেই বারাণসীকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মোদী। তাঁর সেই ঘোষণা অনুসারেই ই-রিকশা, ই-বোট চালু করা হচ্ছে।