নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেই এবার প্যালেস্তাইন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এমনই জানালেন প্যালেস্তাইনের রাষ্ট্রদূত আদনান আলিহাইজা। তিনি রাজ্যসভা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘অন্য কেউ জানার আগেই আমি এখানে ঘোষণা করব, মোদী প্যালেস্তাইন সফরে যাবেন।’ তবে কবে এই সফর হবে, সে বিষয়ে কিছু বলেননি প্যালেস্তাইনের রাষ্ট্রদূত।
ট্রাম্প জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করার পরিপ্রেক্ষিতে আগামীকাল জরুরি বৈঠকের ডাক দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। আরব দেশগুলির একাধিক রাষ্ট্রনেতা হুঁশিয়ারি দিয়েছেন, ট্রাম্পের এই ঘোষণায় পশ্চিম এশিয়ায় অশান্তি বাড়বে। এই পরিস্থিতিতে মোদীর প্যালেস্তাইন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
এ বছরের জুলাইয়ে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে গিয়েছিলেন মোদী। তবে প্যালেস্তাইনের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভাল। প্যালেস্তাইনের রাষ্ট্রদূতও সে কথা উল্লেখ করেছেন। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘প্যালেস্তাইনের বিষয়ে ভারতের অবস্থান স্বাধীন ও ধারাবাহিক। আমাদের মতামত ও স্বার্থের ভিত্তিতেই অবস্থান। কোনও তৃতীয় পক্ষ এটা ঠিক করে দেয় না।’
মোদী সফর করবেন, জানালেন প্যালেস্তাইনের রাষ্ট্রদূত
Web Desk, ABP Ananda
Updated at:
07 Dec 2017 09:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -