ওয়াশিংটন: ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে দুই মন্ত্রী পর্যায়ের বৈঠকের ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে সহমত হল ভারত ও আমেরিকা। এর মাধ্যমে কৌশলগত আলোচনা জোরদার হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জারি করা প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।যদিও এই ব্যবস্থার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গতকাল রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় করতে দুই নেতার কথা হয়েছে।

টেলিফোন কথপোকথনের সময় ট্রাম্প আমেরিকা থেকে ভারতে প্রথম অপরিশোধিত তেল পাঠানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। চলতি মাসেই টেক্সাস থেকে এই তেল পাঠানোর কাজ শুরু হবে। আমেরিকা ভারতকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে অপরিশোধিত তেল সরবরাহ করবে বলেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প ও মোদী উভয়েই আগামী নভেম্বরে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটের ব্যাপারেও আগ্রহের কথা জানিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প তাঁর মেয়ে তথা পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্পকে ওই সম্মেলনে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বলেছেন।

মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসনও ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টেলিফোন করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

বিদেশ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সদ্য গঠিত দুই মন্ত্রী পর্যায়ের বৈঠকের ব্যবস্থাপনা নিয়ে স্বরাজ ও টিলারসনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।