মনমোহনের থেকে অনেক কম বিদেশ গিয়েছেন মোদী, বললেন অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jul 2017 02:09 PM (IST)
পানাজি: প্রধানমন্ত্রী হিসেবে গত তিন বছরে মনমোহন সিংহের থেকে অনেক কম বিদেশ সফর করেছেন নরেন্দ্র মোদী। দাবি করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। গোয়ায় আঞ্চলিক নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনাসভায় তিনি বলেন, মানুষ যে এ বিষয়ে অন্যরকম ভাবে, তা জেনে তিনি বিস্মিত। এক বিজেপি কর্মী তাঁর কাছে ব্যাখ্যা করেন, মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন যখন বিদেশ সফর করতেন কেউ জানতে পারত না। তাই তাঁর সফর নিয়ে কখনও হইচই হয়নি। বিদেশে গিয়ে মনমোহন হাতে লেখা বক্তৃতা পড়তেন বলে অমিত শাহ মন্তব্য করেছেন। তাঁর কথায়, মনমোহন ইংরেজিতে লেখা গোছা গোছা পাতা সঙ্গে করে নিয়ে যেতেন। থাইল্যান্ডে গিয়ে পড়ে ফেলতেন মালয়েশিয়ার জন্য লেখা বক্তৃতা আবার মালয়েশিয়া গিয়ে উল্টোটা করে ফেলতেন। তাঁর আমলে আন্তর্জাতিক বিশ্ব জানতেই পারত না, ভারতের প্রধানমন্ত্রী এখন কোথায়- চিন, আমেরিকা নাকি রাশিয়াতে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী যখন বিদেশে যান, হাজার হাজার মানুষ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন, গোটা বিশ্ব তাঁর দিকে তাকিয়ে থাকে বলে বিজেপি সভাপতি মন্তব্য করেছেন।