প্রসঙ্গত, সম্প্রতি গো-রক্ষার নামে দেশজুড়ে বিভিন্ন সংগঠনের ‘জুলুমবাজি’, এবং দলিতদের ওপর আক্রমণ নিয়ে সোচ্চার হয়েছেন মোদী। এই নিয়েই কটাক্ষ করে মায়াবতী বলেন, কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলেন মোদী। গত দুবছর এ নিয়ে একটি শব্দও করেননি তিনি। আগামী বছর উত্তরপ্রদেশ এবং অন্যান্য বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় দলিত-ভোটব্যাঙ্ক ধরে রাখতেই মোদীর দলিত-দরদি হয়ে ওঠার চেষ্টা। সেই কারণেই হঠাত্ ঘুম থেকে জেগে উঠেছেন তিনি।
মায়াবতী আরও বলেন, মোদী ভালোভাবেই জানেন, একটিও দলিত ভোট পাবেন না তিনি। গো-রক্ষকদের নিয়ে যে বার্তা, তারও সালোচনা করেছেন মায়াবতী। উল্লেখ্য, দিল্লি এবং তেলঙ্গনার জনসভায় মোদী বলেন, গোরক্ষার নাম করে যারা সমাজবিরোধী কাজকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চান তিনি।