ম্যাঙ্গালুরু: নরেন্দ্র মোদিই আরেকটি মেয়াদ দেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করলেন তাঁর ভাই প্রহ্লাদ মোদি। তিনি বলেছেন, আমি নিশ্চিত, আগামী সাধারণ নির্বাচনে ২০১৪-র ফলেরই পুনরাবৃত্তি হবে। বিজেপি ৩০০-র বেশি আসন পাবে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে আরেকটি মেয়াদ থাকবেন।
গত সাড়ে চার বছরে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার সারা দেশে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সফল রূপায়ণ করেছে বলে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন এখানে মন্দির, ধর্মস্থান দর্শনে আসা প্রহ্লাদ। আরেকটি প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কা গাঁধীর সক্রিয় রাজনীতিতে প্রবেশ নির্বাচনে কংগ্রেসের পক্ষে ম্যাজিক ঘটাবে না বলেও জানিয়ে দেন তিনি। বিরোধী দলগুলির মহাজোট গঠনের প্রয়াসকেও খারিজ করে তিনি বলেন, অতীতে এ ধরনের যাবতীয় উদ্যোগ ব্যর্থ প্রমাণিত হয়েছে।