নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান তিন বছর পূর্ণ করতে চলল। এই প্রকল্পের তিন বছরের বর্ষপূর্তীতে সর্বক্ষেত্রের তারকাদের খোলা চিঠি লিখলেন মোদী। ব্যবসা, বাণিজ্য, খেলা, সিনেমা জগতের সমস্ত তারকাদের কাছে মোদীর আবেদন স্বচ্ছতাই হল সেবা, সেই প্রকল্প সামনে এগিয়ে নিয়ে যেতে তাঁদের সমর্থন এবং সাহায্য একান্ত গুরুত্বপূর্ণ।


২০১৪ সালের ২ অক্টোবর, ঝাড়ু হাতে তুলে নেন প্রধানমন্ত্রী। সেদিনই সূচনা হয় মোদীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযানের। সেই প্রকল্পকে আরও সাফল্যের সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যেতেই জনপ্রিয় তারকা, পরিচিত ব্যবসায়ী, ছবির জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিত্ব, খেলার দুনিয়ার বহু ব্যক্তিকে ব্যক্তিগত ভাবে চিঠি লিখেছেন মোদী। তাঁর ছোট চিঠিতে তিনি মহাত্মা গাঁধীর কথা উল্লেখ করে লিখেছেন, বাপুজি বিশ্বাস করতেন স্বচ্ছতা এমন একটি বিষয় যেটা প্রত্যেকের অভ্যাস করে ফেলা উচিত। গাঁধীজি হলেন সারা দুনিয়ার সমস্ত প্রজন্মের কাছে বিশাল বড় অনুপ্রেরণার বিষয়। তিনি বিশ্বাস করতেন একজন মানুষের স্বচ্ছতার প্রতি দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায়, সমাজ সম্পর্কে তাঁর ভাবনাচিন্তা। বাপুজি বিশ্বাস করতেন সকলে অংশ নিলেই তবে স্বচ্ছতার মতো প্রকল্প বাস্তবে রূপান্তরিত হওয়া সম্ভব।

আগামী দিনে প্রতিটি ক্ষেত্রের, প্রতিটি স্তরের মানুষকে একটি মন্ত্রকে সামনে রেখেই এগোতে হবে, সেটা হল স্বচ্ছতা হল সেবা।গত সপ্তাহেই স্বচ্ছতা হল সেবা সেই প্রকল্পের সূচনা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার মোদী ব্যক্তিগত ভাবে সকলকে আহ্বান জানালেন এই প্রকল্পে অংশ নেওয়ার জন্যে। গাঁধীজিকে সম্মান জানানো এবং নতুন ভারত তৈরি দুটি লক্ষ্যই পূরণ হবে এই প্রকল্পের বাস্তবায়নে, মত মোদীর। আর কেউ যদি সমাজের গরীব, অবহেলিত এবং দারিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়াতে চান, তাহলে এটাই হল সবচেয়ে সঠিক কাজ।