নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন, ‘মোদিলাইস’ নামে নতুন একটি শব্দ হালে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে বলেও দাবি করলেন রাহুল গাঁধী। গতকাল প্রধানমন্ত্রীকে বিদ্রূপ করে তিনি বলেন, ‘মোদিলাই’ বলে অভিধানে একটা নতুন শব্দ ঢুকেছে। একটি ইংরেজি অভিধানের ফটোশপ করা ছবির স্ক্রিনশটও ট্যুইট করেন তিনি, সেখানে শব্দটির অর্থের ব্যাখ্যা রয়েছে। তার তিনটি অর্থ, উদাহরণও দেওয়া হয়।





কংগ্রেস সভাপতি আজ ট্যুইট করেন, একটি ওয়েবসাইটেও মোদির সবচেয়ে সেরা মিথ্যাগুলির তালিকা দেওয়া আছে। সেই ওয়েবসাইটের লিঙ্কও দেন তিনি।



তবে গতকাল রাহুল ‘মোদিলাই’ শব্দটি ডিকশনারিতে উঠেছে বলে ট্যুইটে যে কটাক্ষ করেছেন, তার প্রেক্ষিতে অক্সফোর্ড ডিকশনারিজের তরফে জানানো হয়েছে, ওই শব্দ তাদের অভিধানে নেই। যে ছবি রাহুল দিয়েছেন, সেটিও ‘জাল’। বিজেপি অক্সফোর্ড ডিকশনারিজের ট্যুইটকে অস্ত্র করে রাহুলকে বিঁধেছে। দলের তথ্য ও প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করেছেন, স্ল্যাপড! অর্থাত থাপ্পড় খেলেন রাহুল।






রাফাল যুদ্ধবিমান সহ একাধিক ইস্যুতে মোদির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করছেন রাহুল।