নয়াদিল্লি: কর্মসংস্থান ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। নোবেল জয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের গণবেকারি নিয়ে ভারতকে হুঁশিয়ারির পর রাহুল বলেছেন, মোদীর 'অচ্ছে দিনে'র স্লোগান ব্যুমেরাং হবে।
রাহুল ট্যুইটারে লিখেছেন, 'নোবেল জয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের কথায় গত দু বছরে আমরা যা বলে আসছি, তাই-ই প্রতিপন্ন হল। গণ বেকারি ভারতের পক্ষে সবচেয়ে বড় সমস্যা। দুর্ভাগ্যবশত, আমাদের একজন প্রধানমন্ত্রী রয়েছেন, যিনি তা স্বীকার করেন না। তাঁর অচ্ছে দিনের স্লোগান মুখ থুবড়ে পড়বে'।



উল্লেখ্য, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ক্রুগম্যান সতর্ক করে দিয়েছেন যে, ভারতের যাবতীয় সাফল্য ঢেকে দিতে পারে গণ বেকারি।
কংগ্রেস সভাপতি মোদীর বছরে দুকোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে খোঁচা দিয়ে অভিযোগ করেছেন, ওই প্রতিশ্রুতি তো পূরণই হয়নি, তারওপর নোট বাতিল এবং পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-র অদক্ষ রূপায় কাজের সুযোগ কমিয়ে দিয়েছে।