নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস ভিডিওকে ‘বিচিত্র’ ও ‘হাস্যকর’ বলে কটাক্ষ করলেন রাহুল গাঁধী। বুধবার, রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ইফতার পার্টির আয়োজন করেছিলেন কংগ্রেস সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রতিভা দেবসিংহ পাতিল, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি। উপস্থিত ছিলেন বিরোধী তথা অবিজেপি দলগুলির তাবড় তাবড় নেতা-নেত্রীরা।
সেখানেই একই টেবিলে বসতে দেখা যায় রাহুল গাঁধী, প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাতিল, হামিদ আনসারি, সীতারাম ইয়েচুরি, কপিল সিব্বলকে। তখনই, মোদীর ভিডিও প্রসঙ্গ উত্থাপন করে মজা করেন রাহুল। নিজেই প্রথমে প্রশ্ন করে ওঠেন, ‘আপনারা কেউ মোদীজির ফিটনেস ভিডিও দেখেছেন কি?’ উত্তরের জবাবে না থেকে নিজেই বলে ওঠেন, ‘আমার তো মনে হয় বিচিত্র, হাস্যকর’। সূত্রের খবর, রাহুলের মন্তব্য শুনে হেসে ওঠেন তৃণমূল কংগ্রসে নেতা দীনেশ ত্রিবেদী, বিএসপি-র সতীশ চন্দ্র মিশ্র ও ডিএমকে-র কানিমোঝি। এখানেই থেমে না থেকে তিনি সীতারাম ইয়েচুরিকে বলেন, আপনিও একটি ফিটনেস ভিডিও তৈরি করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিন। তবে, পাশে বসে থাকলেও, চুপচাপ ছিলেন প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাতিল ও হামিদ আনসারি।
প্রসঙ্গত, এদিন সকালে টুইটারে নিজের ফিটনেসের ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে দেখা যায় তিনি যোগব্যায়াম, ধ্যান করছেন, ৫টি প্রাকৃতিক উপাদানের তৈরি ট্র্যাকের ওপর হাঁটছেন।