'অশুভ সময়ে' শপথ মোদীর, তাই দেশে এত বিপর্যয়, কটাক্ষ লালুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2016 06:52 AM (IST)
পটনা: 'অশুভ' সময়ে শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই দেশে এত বিপর্যয়! এমনই মন্তব্য করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, অশুভ সময় প্রধানমন্ত্রী হওয়ার শপথ নিয়েছিলেন উনি। তাই দেশে বিপর্যয়, দুর্ঘটনা বাড়ছে। তবে কোন কোন বিপর্যয় হয়েছে, তা বিস্তারিত উল্লেখ করেননি তিনি। প্রধানমন্ত্রীকে কেউ গুরুত্বই দেয় না বলে মন্তব্য করে লালুর আরও কটাক্ষ, ওনার আদর্শ গ্রাম যোজনার কী হল? ডালের দাম নিয়ন্ত্রণে রাখতেও মোদী ব্যর্থ বলে অভিযোগ করেন লালু।