নয়াদিল্লি: ভারতের ট্যুইটারে সবচেয়ে বেশি মানুষ ফলো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ২০১৭-তেও এই ধারার কোনও পরিবর্তন হয়নি। যদিও ফলোয়ার বৃদ্ধির হারের নিরিখে এ বছর এগিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ২০১৭-র প্রবনতা সংক্রান্ত যে রিপোর্ট ট্যুইটার প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে যে, চলতি বছর ৪ ডিসেম্বর পর্যন্ত মোদীর ফলোয়ার ৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১৬-র ২৪.৬ মিলিয়ন থেকে হয়েছে ৩৭.৫ মিলিয়ন (প্রতি মিলিয়ন ১০ লক্ষ)। ওই একই সময় পর্বে কোহলির ফলোয়ার সংখ্যা বৃদ্ধির হার ৬২ শতাংশ। গত বছর কোহলির ফলোয়ার সংখ্যা ছিল ১২.৯ মিলিয়ন। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২০.৮ মিলিয়ন। প্রাক্তন ক্রিকেটার সচিনের ফলোয়ার সংখ্যা বৃদ্ধির হার ৫৬ শতাংশ। ট্যুইটারে ফলোয়ার সংখ্যার নিরিখে এবারই প্রথম ১০ ভারতীয়র মধ্যে চলে এসেছেন সচিন ও কোহলি। এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার, আমির খান, দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশনের মতো বলিউড তারকারা। শাহরুখ ও সলমন উভয়ের ফলোয়ার সংখ্যা বৃদ্ধির হার ৪০ শতাংশ। শাহরুখের ফলোয়ার সংখ্যা ৩০.৯ মিলিয়ন। সলমনের ফলোয়ার সংখ্যা ২৮.৫ মিলিয়ন। প্রকাশিত তথ্য অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি ১.৮ মিলিয়ন ট্যুইট হয়েছে। ট্রেন্ডিং হ্যাশট্যাগে সবার ওপরে রয়েছে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। এর পরেই রয়েছে তিন তালাক ইস্যু নিয়ে সু্প্রিম কোর্টের রায়। গত ২২ আগস্ট হ্যাশট্যাগ ট্রিপল তালাক নিয়ে ৩,৫০,০০০ লক্ষ ট্যুইট হয়েছে।