পটনা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ চাইলে ৩ দিনে আস্ত একটা বাহিনী তৈরি করে ফেলতে পারে। অথচ খোদ ভারতীয় সেনার তা করতে লাগবে অন্তত ৬-৭ মাস। বিহারের মুজফফরপুরে সঙ্ঘের এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত।

১০ দিন ধরে বিহারে রয়েছেন ভাগবত। সঙ্ঘের বিভিন্ন শাখার সঙ্গে বৈঠক করছেন তিনি, দেখা করছেন বিহার ও ঝাড়খণ্ডের স্বেচ্ছাসেবকদের সঙ্গে। মুজফফরপুরে তিনি বলেন, আরএসএসের সেনা নেই ঠিকই কিন্তু সেনার মতই শৃঙ্খলা রয়েছে। যদি দেশের প্রয়োজন হয়, তবে সেনার ৬-৭ মাস লাগলেও সঙ্ঘের স্বয়ংসেবকরা ৩ দিনেই তৈরি হয়ে যাবেন। এতটাই আমাদের ক্ষমতা।

ভাগবত আরও বলেছেন, আরএসএস কর্মীরা মাতৃভূমির রক্ষায় হাসতে হাসতে প্রাণ দিতে পারেন। দেশের বিপদের দিনে সব সময় হাজির থাকেন তাঁরা। ১৯৬২-র ভারত-চিন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চিন যখন হামলা চালায় তখন স্বয়ংসেবকরা সীমান্তে সেনা না পৌঁছনো পর্যন্ত চিনা সেনাকে আটকে রাখেন। তাঁদের ওপর যখন যে দায়িত্ব পড়ে, তা তাঁরা যথাযথভাবে পালন করেন।

ভাগবতের এই মন্তব্যের কড়া সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আম আদমি পার্টি বলেছে, অন্য কোনও দলের নেতা এই বয়ান দিলে বিজেপি তাঁকে পাকিস্তান পাঠিয়ে দিত। সংবাদমাধ্যম ফাঁসির দাবি করত। কিন্তু এ সব কথা তো ভাগবত বলেছেন, তাঁর দিকে আঙুল তোলার সাহস কার।

[embed]https://twitter.com/SanjayAzadSln/status/962795544719646720?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Farmy-needs-months-to-prepare-for-battle-but-rss-needs-only-a-few-days-claims-mohan-bhagwat-790291[/embed]

দেখুন টুইটার জনতার বক্তব্য

[embed]https://twitter.com/AshuNsui/status/962715042671022081[/embed]

[embed]https://twitter.com/Anshu31184lal/status/962716117209964545[/embed]

[embed]https://twitter.com/PresidentVerde/status/962780329177120769[/embed]

[embed]https://twitter.com/sandeepkishore9/status/962941498764402688[/embed]

[embed]https://twitter.com/Samar_Anarya/status/962942780371644417[/embed]