নয়াদিল্লি: হিন্দু জনসংখ্যা সংক্রান্ত মন্তব্যের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে তীব্র কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবাল। তিনি বলেছেন, হিন্দুদের প্ররোচিত করার আগে ভাগবত ১০ সন্তানের জন্ম দেওয়া উচিত। ট্যুইটারে কেজরীবাল বলেছেন, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানদের ভালোভাবে লালন-পালণ করতে হবে।





এর আগে আগরায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ (আরএসএস) প্রধান প্রশ্ন তোলেন, কোন আইনে বলা হয়েছে যে, হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি পাবে না? কে তাদের আটকে রেখেছে?
‘সরসঙ্গচালক’-এর মতে, বিষয়টির সঙ্গে আইনের কোনও যোগই নেই। তিনি বলেন, এটা সামাজিক পরিবেশের বিষয়। তাই যেখানে অন্য ধর্মের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হিন্দুদের তা পাচ্ছে না।
এই মন্তব্যের জন্য ইতিমধ্যেই কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি ভাগবতকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ আরএসএস প্রধানকে কটাক্ষ করে বলেন, উনি তো ধর্মকে হাতিয়ার করেই বেঁচে আছেন। ওনার থেকে আর কী-ই বা আশা করা যায়।
এবার কেজরীবালও আরএসএস প্রধানকে বিঁধলেন।