এর আগে আগরায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ (আরএসএস) প্রধান প্রশ্ন তোলেন, কোন আইনে বলা হয়েছে যে, হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি পাবে না? কে তাদের আটকে রেখেছে?
‘সরসঙ্গচালক’-এর মতে, বিষয়টির সঙ্গে আইনের কোনও যোগই নেই। তিনি বলেন, এটা সামাজিক পরিবেশের বিষয়। তাই যেখানে অন্য ধর্মের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হিন্দুদের তা পাচ্ছে না।
এই মন্তব্যের জন্য ইতিমধ্যেই কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি ভাগবতকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ আরএসএস প্রধানকে কটাক্ষ করে বলেন, উনি তো ধর্মকে হাতিয়ার করেই বেঁচে আছেন। ওনার থেকে আর কী-ই বা আশা করা যায়।
এবার কেজরীবালও আরএসএস প্রধানকে বিঁধলেন।