৬৯ বছর পর সোমবার রাতের আকাশে দেখা মিলবে উজ্জ্বলতম 'সুপারমুন'-এর
Web Desk, ABP Ananda | 13 Nov 2016 09:57 PM (IST)
নিউইয়র্ক: ৬৯ বছর পর সোমবার রাতের আকাশে দেখা মিলবে উজ্জ্বলতম 'সুপারমুন'-এর। চাঁদের এরকম উজ্জ্বলতম রূপ শেষবার দেখা গিয়েছিল ১৯৪৮ সালে। আবার দেখা যাবে ১৮ বছর পর। ২০৩৪ সালে। সোমবার এ বছরের মতো পৃথিবীর সবথেকে কাছে আসতে চলেছে চাঁদ। নাসা সূত্রে খবর, পৃথিবীর ৩৫৬,৫০৮ কিলোমিটারের মধ্যে চলে আসবে চাঁদ। অন্য দিনের চাঁদের থেকে আকারে ১৪ শতাংশ বড়, ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে সুপারমুনকে। আকাশ পরিষ্কার থাকলে, মেঘাচ্ছন্ন না থাকলে আগামীকাল রাতে দেখা যাবে সুপারমুন-এর শোভা। প্রসঙ্গত, সুপারমুন চাঁদের এমন অবস্থা, যখন চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থান করে। এইসময় চাঁদকে পৃথিবী থেকে অনেক বড় আর উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে সুপারমুন বলা হয়।