৪ লাখ টাকা দেনা শোধ করতে পারেনি স্বামী, স্ত্রীকে অপহরণ করল মহাজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 May 2017 03:23 PM (IST)
হায়দরাবাদ: মহাজনের কাছে ৪ লক্ষ টাকা ধার ছিল স্বামীর। শোধ দিতে না পারায় স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় মহাজন। পরে অভিযুক্তকে নিজামাবাদের কাছে মহিলাকে পাচারের সময় গ্রেফতার করে পুলিশ। অপহৃত মহিলাকে তাঁর স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শ্রীনিবাস নামে ওই মহাজন দুজন ব্যক্তির সঙ্গে মিলে এই অপহরণের কাণ্ডটি ঘটিয়েছিল। তাদের বিরুদ্ধে অপরহণ, মহিলার সম্মানহানি এবং আটকে রেখে হেনস্থার ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, দেড় বছর আগে ওই ব্যক্তির কাছ থেকে চার লক্ষ টাকা মতো ধার নিয়েছিল মহিলার স্বামী, যিনি পেশায় ওয়াচম্যান। তিনি এক লক্ষ টাকা দেনা শোধ করলেও, তিন লক্ষ টাকা দিতে পারেননি। সোমবার রাতে মহিলার স্বামীর খোঁজে বাড়ি গিয়ে, তাঁকে না পেয়ে মহিলাকে তুলে নিয়ে চলে যায় শ্রীনিবাস ও তার দলবল। পরে মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে একটি তিন সদস্যের দল গঠন করে নিজামাবাদ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।