মুম্বই: বন্ধক রাখা জমি ছাড়াতে হলে মেয়ে, ছেলের বউকে তার কাছে পাঠাতে হবে! মহাজন এমনই ‘কুপ্রস্তাব’ দিয়েছে বলে অভিযোগ মহারাষ্ট্রের বিড় জেলার এক চাষির, যা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন বিড়ের পুলিশ সুপার অনি পরসকার বলেছেন, আমরা ওই কৃষকের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করছি। মহাজনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরও তাঁকে ডেকে এ ব্যাপারে রিপোর্ট তলব করেছেন বলে জানান পুলিশকর্তাটি।

তিনি বলেন, গত এপ্রিলে ওই মহাজন সংশ্লিষ্ট কৃষকের জমিটি বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ পায় পুলিশ। তবে গতকালই প্রথম বিড়ের ধারুর তহসিলের ইন্দর মুন্ডে নামে ওই কৃষক জানান, মহাজন ভগবান বাদে বন্ধক হিসাবে নিয়ে নেওয়া জমিটি ছাড়াতে তাঁর মেয়ে, পুত্রবধূর ‘সঙ্গ’ চেয়েছে। আমরা খবরের কাগজ পড়ে বিষয়টা জানতে পারি। ওই কৃষক নিজে থেকে অভিযোগ দায়ের করেননি। তবে আমরা ব্যবস্থা নিচ্ছি।

ঋণ পরিশোধ করার পরও মহাজন তাঁর জমিটি নিয়ে নিয়েছে বলে অভিযোগ মুন্ডের।