চেন্নাই: দীর্ঘাকৃতি এক টিকটিকিকে চিরে তার রক্ত পান করছে কিছু ব্যক্তি। নৃশংস এই ঘটনার ভিডিও দেখানো হয়েছে একটি তামিল টিভি চ্যানেলে। এই প্রজাতির সরীসৃপ বন্যপ্রাণী (মনিটর লিজার্ড) সংরক্ষণের অধীনে। তামিল ভাষায় এটি 'উদুম্বু' নামে পরিচিত। পাঝাভানথঙ্গলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তি ঘাড়ের কাছ চিরে সরীসৃপটির রক্ত বের করছে। অন্য একজন তা কাচের পাত্রে রাখছে। পাশেই দাঁড়িয়ে কয়েকজন সেই রক্ত ঢক ঢক করে পান করছে।
কিছু যাযাবর সম্প্রদায়ের উপজাতির মানুষ এগুলি শিকার করে চড়া দামে বিক্রি করে।
বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন,এই প্রজাতির সরীসৃপের রক্ত এবং মাংস স্বাস্থ্যকর। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বন দফতর। এক আধিকারিক জানিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি। তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হবে ভিডিও ফুটেজ।
টিকটিকি চিরে রক্তপান! তদন্তের নির্দেশ
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2016 04:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -