সাঙ্গলি: মহারাষ্ট্রের সাঙ্গলির মিরাজ তালুকের প্রাচীন হনুমান মন্দির এক অসামান্য ঘটনার সাক্ষী রইল। শনিবার সকালে একটি হনুমান ওই মন্দিরে এসে পুজো করে। তারপরেই মৃত্যু হয় তার।
মিরাজ তালুকের গুন্ডেওয়াড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। প্রতি শনিবার এই মন্দিরে বজরঙ্গবলীর পুজো হয়। গত শনিবার সকালেও দক্ষিণমুখী মন্দিরটিতে বজরঙ্গবলীর পুজো ও আরতি চলছিল। সে সময় হনুমানটি মন্দির প্রদক্ষিণ সেরে সোজা ভেতরে ঢুকে পড়ে, গর্ভগৃহের সামনে সাষ্টাঙ্গ দণ্ডবৎ হয়ে করে প্রণাম। সাধারণ মানুষ যেমন ঈশ্বর দর্শনে মন্দিরে আসেন, তেমনভাবেই সেও দর্শন সারে, বারবার সাষ্টাঙ্গ প্রণাম করে। তার পরেই তার মৃত্যু হয়।
গোটা ঘটনায় অবাক হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই মন্দিরটি বহু প্রাচীন, তাই নানা মানুষ ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তবে হনুমানের মৃত্যুর পর স্থানীয় মানুষ অতি যত্নে তার দেহ মন্দিরের কাছেই একটি জায়গায় সমাধিস্থ করেছেন।
মন্দির প্রদক্ষিণ করে সাষ্টাঙ্গ প্রণাম বজরঙ্গবলীর মূর্তিকে, পর মুহূর্তে হনুমানের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2021 12:43 PM (IST)
এই মন্দিরটি বহু প্রাচীন, তাই নানা মানুষ ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -