গাছের ডাল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি বাঁদরকে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে, বাঁচার চেষ্টা করছে আপ্রাণ। আর লাঠি নিয়ে ঘিরে দাঁড়িয়ে সেই পৈশাচিক দৃশ্য দেখছে তিনজন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তেলঙ্গনার এই ভিডিও দেখে শিউরে উঠছে গোটা নেট দুনিয়া।
সাথুপল্লী ফরেস্ট রেঞ্জ অফিসার এ ভেঙ্কটেশ্বরালু জানান, ঘটনাটি ঘটেছে তেলঙ্গনার খাম্মাম জেলার ভেমসুর গ্রামে। গত ২৬ জুনের এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ স্বীকার করে নিয়েছেন ওই তিন ব্যক্তি। তাঁদের বিরুদ্ধে ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু হয়েছে।
ভেঙ্কটেশ্বরালু আরও জানান, সাথুপল্লী অঞ্চলের মানুষজন কিছুদিন ধরেই অতিষ্ঠ হয়ে পড়েছেন বাঁদরের অত্যাচারে। বাগানের সমস্ত ফসল খেয়ে যাচ্ছে বাঁদরের দল। দিনে তো বটেই, এমনকী রাতেও পালা করে বাগান পাহারা দিতে হচ্ছে গ্রামবাসীদের। এই দলের মধ্যে থেকেই একটি বাঁদরকে ধরতে পেরে তারে ফাঁসিতে ঝুলিয়ে দেয় ৩ গ্রামবাসী।
বাঁদরেরা যাতে আর গ্রামে এসে ফসলের ওপর হামলা না চালায় সেজন্য সাথুপল্লী অঞ্চলে পর্যাপ্ত খাবার ও ফলের ব্যবস্থা করা সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।
ফসল খেয়ে যাচ্ছে, তাই গাছের ডালে বাঁদরের ফাঁসি! শোরগোল নেটদুনিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2020 09:44 PM (IST)
গাছের ডাল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি বাঁদরকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তেলঙ্গনার এই ভিডিও দেখে শিউরে উঠছে গোটা নেট দুনিয়া।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -