এটিএমে ঢুকে ভেঙে দিল মেশিন! বাঁদরের কীর্তির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 May 2020 05:50 PM (IST)
ভেঙে পড়ে আছে এটিএম মেশিন, ঘর থেকে পালাচ্ছে আততায়ী! অথচ খোয়া গেল না টাকা! দিল্লির সাউথ অ্যাভিনিউর ভিডিও ঘিরে তুমুল হইচই নেট দুনিয়ায়। নেটফ্লিক্সের জনপ্রিয় শো 'মানি হাইস্ট'-এর সঙ্গে অনেকে এই ঘটনার তুলনা করে মজা করে বললেন 'মাঙ্কি হাইস্ট'! তার কারণ, এই ঘটনার আততায়ী মানুষ নয়, একটি বাঁদর!
নয়াদিল্লি: ভেঙে পড়ে আছে এটিএম মেশিন, ঘর থেকে পালাচ্ছে আততায়ী! অথচ খোয়া গেল না টাকা! দিল্লির সাউথ অ্যাভিনিউর ভিডিও ঘিরে তুমুল হইচই নেট দুনিয়ায়। নেটফ্লিক্সের জনপ্রিয় শো 'মানি হাইস্ট'-এর সঙ্গে অনেকে এই ঘটনার তুলনা করে মজা করে বললেন 'মাঙ্কি হাইস্ট'! তার কারণ, এই ঘটনার হানাদার মানুষ নয়, একটি বাঁদর! সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ৪০ সেকেন্ডের ভিডিও। ভিডিওটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম মেশিন ঘরের। এটিএমের ভিতর বসানো ক্যামেরা থেকে ধরা পড়েছে, কাঁচের ঘরে ঢুকে পড়ে এটিএম মেশিনের ওপর চড়ে বসেছে একটি বাঁদর। কিছুক্ষণ এটিএম মেশিনে বসে থেকে সে লাফ দিয়ে মাটিতে নামে। সেইসঙ্গে ভেঙে নেয় এটিএম মেশিনের একটা অংশ। মেশিন বিকল করে সেখান থেকে পালিয়ে যায় বাঁদরটি। ই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। বহু মানুষ মজার মন্তব্যও করেন ভিডিওটি নিয়ে। কেউ বলেন 'মাঙ্কি হাইস্ট সিজন ৫' আবার কেউ বলেন 'ওর কি পয়সা লাগবে?' কেউ আবার বিরক্ত হয়ে লেখেন, 'বাঁদর কি বোঝে না এই লকডাউনের সময় টাকা কত জরুরি!'