পুলিশ জানিয়েছে, এক বছর আগে পুষ্পলতার স্বামী মারা যায়। পেশায় দিনমজুর পুষ্পলতা বিভিন্ন ধরনের কাজ করে সংসার প্রতিপালন করতেন। কিন্তু কিছুদিন ধরেই একদল বাঁদর বিভিন্ন ধরনের উত্পাত শুরু করে। রাবার গাছ থেকে ঝাঁপ দিয়ে পড়ে অ্যাসবেসটসের চাল ভেঙে বাড়িতে ঢুকে তারা খাবার-দাওয়ার নিয়ে চলে যেতে। শুধু তাই নয়, বাড়ির জিনিসপত্র ভেঙেচুরে দিত, জামাকাপড়ও ছিঁড়ে দিত। সেইসঙ্গে বাড়ির সামনে লাগানো ফসলও নষ্ট করে দিত শাখামৃগের দল।
দিনের পর দিন বাঁদরদের এই অত্যাচার সহ্য করতে পারেননি পুষ্পলতা। এ কারণেই তিনি চরম পদক্ষেপ নেন বলে তাঁর ছেলে জানিয়েছে।
উল্লেখ্য, বাঁদর-তাণ্ডবের কারণে পুষ্পলতার প্রতিবেশীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।