মুম্বই:  টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত মুম্বই ও বিস্তীর্ণ অঞ্চল।থমকে শহরের যান চলাচল। অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। খোলা ড্রেন ও পাঁচিল চাপা পড়ে এখনও পর্যন্ত মুম্বইয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে একটি ভাল ঘটনাও ঘটেছে মুম্বইয়ের সঙ্গে। একেবারে তলানিতে শহরের দূষণের মাত্রা।

 

রবিবার সন্ধেবেলা থানেতে মৃত্যু হয় ১৫ বছরের এক কিশোরের। দক্ষিণ মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিটে একটি গাছ ভেঙে পড়ায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে মালাডের এভারসাইন নগরে নালা পড়ে মৃত্যু হয়েছে ১৮ বছরের এক কিশোরের।

এদিকে মুম্বইয়ে উচ্চবিত্ত এলাকা ওয়াডলাতে এক কমপ্লেক্সে দেওয়ার ভেঙে পড়ে। পাঁচিয়ের তলায় চাপা পড়ে ১৫টি গাড়ি। যদি ওই কমপ্লেক্সের অন্য বাসিন্দারা সকলে নিরাপদেই আছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে। মুম্বইয়ে প্রায় সমস্ত লোকাল ট্রেনই ৫ থেকে ১০ মিনিট দেরিতে চলছে।  দেরিতে চলছে সমস্ত এক্সপ্রেস ট্রেনও। এদিকে জল থৈ থৈ করছে গোরেগাঁও, আন্ধেরী, কান্ডিভালি, সিওন, মালাড, খার, মালাড, ওয়াডলা, ফাইভ গার্ডেন্স, চেম্বুর এবং কুর্লা এলাকা।

তবে বিভিন্ন রাস্তা জলমগ্ন হওয়ার ফলে যান চলাচল একেবারে থমকে গিয়েছে। এর জেরে একটি ভাল বিষয় ঘটেছে মুম্বইয়ে। দূষণের মাত্রা একেবারে তলানিতে এসে ঠেকেছে। যেটা মুম্বইবাসীর স্বাস্থ্যের পক্ষে ভাল। প্রসঙ্গত, ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, সেই কারণেই বাতাসে দূষণের মাত্রা একেবারে নিম্নমুখী।