কলকাতা: এগিয়ে আসছে বর্ষা। মে মাসের ১৬-১৭ তারিখের মধ্যে আন্দামানে ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পাশাপাশি, দিল্লির মৌসম ভবন জানিয়েছে, চলতি মাসের ২৮-৩০ তারিখের মধ্যে কেরল দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষার আগমন ঘটতে চলেছে। তীব্র গরমে নাজেহাল বাংলাও এবার সুখবরের আশায়। কলকাতায় ১০ জুন সময়মতোই বর্ষা নামছে বলে পূর্বাভাস।
উল্লেখ্য, এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
আগেভাগে কেরলে ঢুকছে মৌসুমী বায়ু, সময়মতোই বর্ষা কলকাতায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2016 04:21 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -