নয়াদিল্লি: স্বস্তির বার্তা কেন্দ্রীয় আবহাওয়া দফতরের।গত দু বছরের পর এবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল মৌসম ভবন। মৌসম ভবনের ডিজি লক্ষ্মণ সিংহ রাঠৌর এদিন জানিয়েছেন, চলতি বছরে স্বাভাবিকের থেকে ৬ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, গত পর পর দুই বছরই বৃষ্টিতে ঘাটতি ছিল। গত বছর তো ঘাটতি ছিল প্রায় ১৪ শতাংশ।
রাঠৌর এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সারা দেশজুড়ে বৃষ্টি মোটামুটিভাবে সমানভাবেই হবে। উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব ভারত, বিশেষ করে তামিলনাড়ুতে অপেক্ষাকৃত কম বর্ষা হতে পারে।
খরা    -বিধ্বস্ত মারাঠাওয়াড়া অঞ্চলে এবার ভালো বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন রাঠৌর।
গড়ের তুলনায় ৯০ শতাংশের কম বৃষ্টি হলে তাকে 'ঘাটতি' হিসেবে ধরা হয়। ৯০-৯৬ বর্ষাকে 'স্বাভাবিকের থেকে কম' ধরা হয়।    স্বাভাবিকের ৯৬ থেকে ১০৪ শতাংশ বর্ষণকে 'স্বাভাবিক' ধরা হয়।
১০৪ থেকে ১১০ শতাংশ 'স্বাভাবিকের থেকে বেশি বর্ষণ'। তার বেশি হলে বলা হয় 'অতিবর্ষণ'।