লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য আইন-শৃঙ্খলার হাল ফেরানোর কথা বারেবারেই বলছেন।  বাস্তব পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন। গতকালই দুই যুবককে প্রকাশ্যে মারধর করেছিল  বজরং দলের সদস্যরা। এবার মোরাদাবাদের বিজেপি সাংসদের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল। মোরাদাবাদে যোগীর সফরের আগে এই ঘটনা বিজেপির পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। অভিযোগ, মোরাদাবাদের সাংসদ দিব্যাঙ্গ সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থার ম্যানেজার। তাঁর অভিযোগ, বিজেপি সাংসদ সর্বেশ কুমার সিংহ তার ওপর হামলা চালান। তাঁকে জুতো-চপ্পল দিয়ে মারা হয়। যদিও ওই অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপি সাংসদ।
উল্লেখ্য, গতকালই মুজফ্ফরনগরে বজরং দলের দুই যুবককে মারধরের ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। প্রকাশ্যে দুই যুবককে মারধর করতে দেখা গিয়েছে বজরং দলের সদস্যদের। বজরং দলের অভিযোগ, দুই তরুণীর শ্লীলতাহানি করেছিল ওই দুই যুবক।


ভিডিও দেখুন-দুই যুবককে মারধর





কিন্তু প্রহৃতদের দাবি, ওই তরুণীরা তাঁদের বন্ধু। পুলিশ প্রহৃত দুই যুবকের বিরুদ্ধেই মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।