লখনউ: মোরাদাবাদে স্বাস্থ্য ও পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুরের দাম চোকাতে না পারলে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন করার চেষ্টা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা।
স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলাগুলির ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রধানদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে বলা হয়েছে, লকডাউনের নিয়ম কার্যকর ও করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, এমন ব্যক্তিদের স্ক্রিনিংয়ের কাজের সময় দুষ্কৃতীরা যদি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার মূল্য অভিযুক্তদের কাছ থেকে উশুল করতে হবে। তারা তা দিতে ব্যর্থ হলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অওনীশ কুমার অবস্থী বলেছেন, যে কোনও ভাবেই স্বাস্থ্য ও পুলিশের দলকে নিরাপত্তা দিতে হবে...মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি আইন (এনএসএ)-র আওতায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি মহামারি রোগ আইন ও বিপর্যয় মোকাবিলা আইনেও মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।
এনএসএ-তে কর্তৃপক্ষ কোনও ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা এবং আইন-শঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক বিবেচনা করলে চার্জ গঠন ছাড়াও ১২ মাস পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আটক রাখতে পারে।
মোরাদাবাদে গত বুধবার পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই হামলার ঘটনাকে অমানবিক অপরাধ হিসেবে অভিহিত করেছেন।