কলকাতা: গুজরাতের ভোটে বিজেপির নৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কোনওক্রমে জয় পেয়েছে বিজেপি।  এমন একটা সময়ে দারুণ ভারসাম্যমূলক রায়দানের জন্য গুজরাতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মমতা। মমতা ট্যুইট করে বলেছেন, ‘এটা সাময়িক ও মুখরক্ষার জয় মাত্র, কিন্তু এতে বিজেপির নৈতিক পরাজয়ই স্পষ্ট। অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ভোট দিয়েছে গুজরাত।২০১৯-র আগে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাত।’ সম্প্রতি তৃণমূল নেত্রী কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে 'বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার' জন্য অভিনন্দন জানিয়েছিলেন।