পুনে:নীতি-পুলিশগিরির প্রত্যক্ষ নজির পুনেতে। এক তরুণীকে গাড়ি থেকে টেনে নামিয়ে একদল দুষ্কৃতী বেধড়ক মারধর করল। ওই তরুণীর অপরাধ, তিনি খাটো পোশাক পরেছিলেন এবং পুরুষ সঙ্গীদের সঙ্গে যাচ্ছিলেন। হামলাকারীদের দাবি, এই শহরে মহিলাদের খাটো পোশাক পরা ও পুরুষদের সঙ্গে ঘোরা চলবে না।
গত ১ মে পুনের ২২ বছরের ওই তরুণী তাঁর বন্ধুর বিয়েতে গানের জন্য মহড়ায় গিয়েছিলেন। মহড়া সেরে দুই বন্ধুর সঙ্গে ফিরছিলেন তিনি। আচমকাই তাঁদের গাড়ি লুল্লানগর সিগন্যালে থামানো হয়। এক ব্যক্তি গাড়ির ভেতরে উঁকি দেয় এবং ওই তরুণীকে টেনে নামিয়ে আনে। ওই তরুনীর আশঙ্কা, তাঁর বন্ধুরা বাধা না দিলে হয়ত তাঁকে ধর্ষণ করা হত। হামলাকারীরা মত্ত অবস্থায় ছিল বলে তরুণী দাবি করেছেন। পুলিশের জরুরী হেল্পলাইনে ফোন করেও কোনও সাড়া মেলেনি বলেও অভিযোগ তাঁর।
তরুণী আরও জানিয়েছেন, পুলিশকে ফোন করতে হামলাকারীরা ফিরে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে দলবল জুটিয়ে ফিরে আসে তারা। তাদের হাতে ছিল রড।
ওই তরুণী ও তাঁর সঙ্গীদের মারধরের প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু পুলিশ কোনও এফআইআর দায়ের করেনি। শুধুমাত্র ধর্তব্যযোগ্য নয়, এমন অভিযোগ দায়ের করে।
কোন্ধওয়া থানায় বারবার ঘুরে অবশেষে এক সপ্তাহ পরে এফআইআর দায়ের করতে সক্ষম হন ওই তরুণী। এখনও পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।