বেঙ্গালুরু: বর্ষবরণের রাতে গণশ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই বেঙ্গালুরুতে আরও এক আতঙ্কের ভিডিও ফুটেজ প্রকাশ্যে এল। শহরের রাস্তায় এক মহিলাকে স্কুটার থেকে নেমে দুই দুষ্কৃতীর নিগ্রহের ছবি ওই ফুটেজে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অটো থেকে নেমে এক মহিলা হেঁটে বাড়ির দিকে আসছিলেন। কয়েক মিটার দূরেই তাঁর বাড়ি। তখন বিপরীত দিক থেকে আসা দুই স্কুটার আরোহী তাঁর পথরোধ করে। এরপর তাঁর শ্লীলতাহানি করে তাঁকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। রবিবার ভোররাত আড়াইটের সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।


বর্ষবরণের রাতে উন্মত্ত দুষ্কৃতীদের হাতে মহিলাদের গণশ্লীলতাহানির ঘটনায় সারা দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এরইমধ্যে বেঙ্গালুরুতে মহিলাদের নিরাপত্তার বেহাল অবস্থার চিত্র উঠে এল নয়া ভিডিও ফুটেজে। পূর্ব বেঙ্গালুরুর ফিফথ্ মেন রোড একটি বাড়িতে বসানো সিসিটিভি ক্যামেরায় এই ঘটনা ধরা পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ওই মহিলা দুষ্কৃতীদের মোকাবিলা করার চেষ্টা করছেন। এক দুষ্কৃতীকে চড়থাপ্পড় মারছেন। তখন ওই দুষ্কৃতী স্কুটারে বসা তার শাগরেদের কাছে ওই মহিলাকে টেনে নিয়ে নিয়ে যায়। স্কুটারের সিটের ওপর ফেলে চলে নির্যাতন। আর্ত চিত্কার করতে থাকেন ওই মহিলা। রাস্তার মোড়ে তাঁর চিত্কার শুনে বেশ কয়েকজন পথচারী থমকে দাঁড়ালেও কেউ মহিলার সাহায্যার্থে এগিয়ে আসেননি।

 

যে ব্যক্তির বাড়িতে বসানো ক্যামেরায় এই ঘটনাটি ধরা পড়েছে তিনি সংবাদমাধ্যমে ও পুলিশের কাছে জানান।

গত ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে বেঙ্গালুরুর প্রাণকেন্দ্র এমজি রোডে মহিলাদের ওপর হামলা চালায় মত্ত দুষ্কৃতীরা। তাদের দাপটে কার্যত অসহায় দেখায় পুলিশদের। আক্রান্ত মহিলাদের লজ্জায়, অপমানে, ভয়ে পুলিশের কাছে আশ্রয়ের খোঁজে ছুটে আসতে হয়।