নয়াদিল্লি: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মাঝেই শিবসেনার সমর্থনে ১৭০ জন বিধায়ক আছে বলে দাবি করলেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি জানালেন এবার বিজেপির সঙ্গে শুধুমাত্র মুখ্যমন্ত্রী পদের ব্যাপারেই কথা বলবেন তাঁরা।
২৪ অক্টোবর বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে শিবসেনা-বিজেপি তরজা চলছে। এবার সেই ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে দুই দল।
“আমাদের সমর্থনে ১৭০ জন বিধায়ক আছে। সংখ্যাটা ১৭৫ এও পৌঁছাতে পারে।”, দাবি রাউতের। ইয়েদুরাপ্পা-মডেলের রাজনীতি মহারাষ্ট্রে চলবে না, বললেন শিবসেনা সাংসদ।
তাঁর দাবি, শিবসেনার বিধায়করা হুমকি ফোন পাচ্ছে। কিন্তু তাঁরা কোনওভাবেই নত হবেন না।
রাউত বলেন, আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবেন তাঁরা। আমরা আমাদের ন্যায্য অধিকার বুঝে নেব।
বিজেপি ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ওয়াংখেড়ে ও মহালক্ষ্মী স্টেডিয়াম বুক করে ফেলেছে। শহরের বহু গেস্টহাউসও বুক করা হয়েছে অতিথিদের থাকার জন্য। কিন্তু এবার কোনও শিবসেনা নেতাই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবে। বলেন রাউত।
শরদ পওয়ারের সঙ্গে সাক্ষাত্ প্রসঙ্গে রাউত বলেন, পওয়ার শুধু মহারাষ্ট্রের নন, একজন জাতীয় নেতা। তাঁর সঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা যেতেই পারে।
এর আগে শিবসেনার মুখপত্র 'সামনা'য় রাউত মহারাষ্ট্রের বর্তমান অবস্থাকে ‘ঔদ্ধত্যের কাদায় আটকে থাকা রথচক্র’-এর সঙ্গে তুলনা করেন।
শিবসেনার সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন আছে, এবার শুধু মুখ্যমন্ত্রী পদের জন্যই বিজেপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করা হবে: সঞ্জয় রাউত
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2019 02:41 PM (IST)
২৪ অক্টোবর বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে শিবসেনা-বিজেপি তরজা চলছে। এবার সেই ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে দুই দল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -