নয়াদিল্লি: দেশের মানুষের আধার সংক্রান্ত গোপনীয়তা ভঙ্গ করেছে খোদ সরকারি ওয়েবসাইটগুলিই। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে এমনই চাঞ্চল্যকর জবাব দিয়েছে আধার প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারগুলি মিলিয়ে ২১০টি সরকারি ওয়েবসাইট বহু মানুষের আধার কার্ডে থাকা নাম, ঠিকানা, আধার নম্বর সহ অন্যান্য তথ্য প্রকাশ করেছে।


আধার সংক্রান্ত তথ্য ঠিক কোন সময় ফাঁস হয়েছে, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি ইউআইডিএআই। একইভাবে কোন ওয়েবসাইটগুলি এই তথ্য ফাঁস করেছে, সেটাও জানানো হয়নি। এ বিষয়ে নিজেদের দায়ও ঝেড়ে ফেলে ইউআইডিএআই জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনও ভূমিকা নেই। তারা কোনও সময়ই আধারের তথ্য ফাঁস করেনি। সরকারি ওয়েবসাইটগুলিতে তথ্য ফাঁস হওয়ার কথা জানতে পেরেই সেগুলি মুছে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার বেশিরভাগ পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক করে দিয়েছে। আধারই এখন ভারতীয়দের অন্যতম পরিচয়পত্র। কিন্তু সেই আধারের তথ্যই ফাঁস হয়ে যাওয়া উদ্বেগের বিষয়। বিশেষ করে সরকারি ওয়েবসাইটগুলি থেকেই আধারের তথ্য ফাঁস হওয়ায় সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।