নয়াদিল্লি: ফের বিপাকে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। ‘অফিস অফ প্রফিট’ ইস্যুতে অরবিন্দ কেজরীবালের দলের ২৭ জন বিধায়ক পদ হারাতে পারেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আপ বিধায়কদের পদ খারিজের আবেদন নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছেন। এই আবেদন মঞ্জুর হলে দিল্লি সরকারের পতন হওয়া নিশ্চিত। ফলে প্রবল চাপে পড়ে গিয়েছেন কেজরীবাল। এ বছরের জুন মাসে আপ বিধায়কদের পদ খারিজের আবেদন জানান আইনের ছাত্র বিভোর আনন্দ। সেই আবেদনই নির্বাচন কমিশনে পাঠিয়েছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত ২৭ বিধায়কের মধ্যে সাত জন সংসদীয় পদে থাকায় ইতিমধ্যেই তাঁদের বিধায়ক পদ খারিজ করার কথা ভাবছে নির্বাচন কমিশন। বাকিদের বিধায়ক পদ নিয়েও এবার প্রশ্ন উঠে গেল। অভিযুক্ত বিধায়কদের মধ্যে আছেন দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গোয়েল, ডেপুটি স্পিকার রাখী বিড়লা, প্রাক্তন ডেপুটি স্পিকার বন্দনা কুমারী। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতির পাঠানো আবেদন খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।