নয়াদিল্লি: খুব শীঘ্রই নতুন সহজ ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাজারে আনতে চলেছে কেন্দ্র।


নোট বাতিলের পর একটি উচ্চ পর্যায়ের সচিবগোষ্ঠী গঠন করেছে মোদী সরকার। তাতে রয়েছেন নিতি আয়োগের সিইও অমিতাভ পন্থ, আর্থিক পরিষেবা সচিব অঞ্জুলি দুগ্গল, গ্রামোন্নয়ণ সচিব অমরজিত সিনহা, ইউআইডিএআই অধিকর্তা অজয় পাণ্ডে প্রমুখ।


সম্প্রতি, এই সচিবগোষ্ঠী সরকারকে সুপারিশ করে আরও সহজ ডিজিটাল পেমেন্ট সিস্টেম তৈরি করতে। এর জন্য গোষ্ঠীর সদস্যরা প্রতিটি রাজ্যের জেলাশাসক থেকে শুরু করে মুখ্যসচিব—সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রেখেছে।


কেন্দ্রীয় সূত্রের মতে, গোষ্ঠীর দেওয়া সুপারিশ অনুযায়ী, এমন একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম তৈরি করা যা গ্রাহক বা ব্যবহারকারীদের কাছে আরও সহজগম্য হবে। জানা গিয়েছে, গোটা সিস্টেমটি আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি) বা মোবাইল শর্ট-কোডের মাধ্যমে কাজ করবে, যা কমদামী মোবাইলেও কার্যকর হবে। আবার একইসঙ্গে, সরকারি পোর্টালের সঙ্গেও যুক্ত থাকবে।


দেশের বিভিন্ন প্রান্তে গ্রামাঞ্চল থেকে মূলত যা যা প্রতিক্রিয়া মিলছে, তার ওপর ভিত্তি করে সরকার নতুন সিস্টেম তৈরি করার কাজ শুরু করেছে। সূত্রের মতে, ওই পেমেন্টগুলি আধার-কার্ডের মাধ্যমে হবে।