আর এস পুরা: শেষকৃত্য সম্পন্ন হল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তে পাক বাহিনীর হামলায় শহিদ বিএসএফ জওয়ান গুরনাম সিংহের। রাজস্থানের ভালেসরে তাঁর নিজের গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য হয় তাঁর।


গ্রামের গর্ব, গুরনামের শেষযাত্রায় সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিএসএফ আধিকারিক, জেলা প্রশাসনের আধিকারিক এবং রাজনৈতিক নেতারা।

চোখের জলে গুরনামকে বিদায় জানাল তাঁর পরিবার পরিজনরা। গুরনামের বাবা কুলবীর সিংহ বলেন, ওঁর মতো সাহসী ছেলের জন্য আমরা গর্বিত। শুধু পরিবার পরিজনই নয়, চোখের জলে গুরনামকে শেষ বিদায় জানান গ্রামবাসী, তাঁর সহকর্মীরাও। মুখে শ্লোগান, "গুরনাম সিংহ অমর রহে", জব তক সূরয চাঁদ রহেগা, গুরনাম সিংহ তেরা নাম রহেগা"।

তাঁদের একটাই দাবি, কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হোক পাকিস্তানের বিরুদ্ধে। স্থানীয় এক গ্রামবাসী বলেন, আমরা শান্তির পক্ষে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ভারতীয়দের মেরে শান্তি বিঘ্নিত করছে। আমরা চাই চিরতরে তা বন্ধ হোক। পাকিস্তানেরও একটা শিক্ষার প্রয়োজন আছে। যাতে আর কোনও মাকে সন্তান হারাতে না হয়।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাকিস্তানি রেঞ্জার্সের হামলায় জখম হন বিএসএফ জওয়ান গুরনাম সিংহ। ২৬ বছরের এই জওয়ানকে জম্মুর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু শেষপর্যন্ত থেমে যায় লড়াই। শনিবার রাত পৌনে বারোটা নাগাদ মারা যান গুরনাম।