নকশালে নাম লেখান, তখন গুলি করে মারব, মহারাষ্ট্রে চিকিৎসকদের হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2017 08:43 AM (IST)
মুম্বই: মন্ত্রী গিয়েছেন সরকারি হাসপাতালের জেনেরিক ওষুধের দোকান উদ্বোধনে। কিন্তু অনুপস্থিত বরিষ্ঠ চিকিৎসকরা। দেখেটেখে রেগেমেগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহিরের হুমকি, গণতন্ত্র যখন মানবেনই না, যান নকশালে যোগ দিন। তখন বুলেটে ঝাঁঝরা করে দেব। মহারাষ্ট্রের চন্দ্রপুরে গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল বা জিএমসিএইচে এই ঘটনা ঘটেছে। জেনেরিক ওষুধের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি জেলা সিভিল সার্জন উদয় নাওয়াদে ও হাসপাতালের ডিন এস এস মোরে। দেখে বেজায় অসন্তুষ্ট হন স্থানীয় সাংসদ হংসরাজ। মরাঠিতে তিনি বলেন, নকশালরা কী চায়? তারা গণতন্ত্র চায় না। আমি স্বরাষ্ট্র মন্ত্রক দেখি, তাই জানি। এই চিকিৎসকরাও গণতন্ত্র চান না। তাহলে এঁরা নকশালদের দলে নাম লেখান। এখানে থাকার দরকার কী? নকশালদের সঙ্গে যান, বুলেটে ঝাঁঝরা করে দেব। এখানে ট্যাবলেট বিলি করে হবেটা কী। আমি যখন হাসপাতালে এসেছি, তখন অনুপস্থিত থাকা কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন মন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে জিএমসিএইচ। তবে শোনা যাচ্ছে, সরকারিভাবে কোনও নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি। অনুপস্থিত চিকিৎসকদের অন্যতম উদয় নাওয়াদে বলেছেন, ২৩ তারিখ থেকে তিনি ছুটিতে রয়েছেন, কাজে যোগ দেবেন আজ। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানের ব্যাপারে জানানো হয় তাঁকে।