নয়াদিল্লি: বাবরি মামলায় নয়া মাত্রা। উত্তরপ্রদেশের শিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টে প্রস্তাব দিল, অযোধ্যায় বিতর্কিত চত্বর থেকে যথাযথ দূরত্বে কোনও মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদ গড়া হোক। অযোধ্যা মামলায় জমি বিতর্কে এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের দ্রুত শুনানি চালাতে সম্প্রতি রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। তার কয়েকদিনের মধ্যেই ৩০ পৃষ্ঠার হলফনামা পেশ করে এই প্রস্তাব তাদের। ২০১০-এ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ অযোধ্যায় বিতর্কিত রামজন্মভূমি-বাবরি মসজিদ স্থলের ২.৭৭ একর জমি ২-১ রায়ের সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া ও রাম লালার মধ্যে তিনটি সমান অংশে বিভাজনের নির্দেশ দেয়। কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। ১১ আগস্ট থেকে একগুচ্ছ আবেদনের শুনানি চালাতে বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস এ নাজিরকে নিয়ে তিন সদস্যের বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি খেহর। সুপ্রিম কোর্টে বিচারাধীন আবেদনগুলির নানা পক্ষের মধ্যে তারাও একটি পক্ষ। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বিষয়টির দ্রুত শুনানি ও নিষ্পত্তির আবেদন করেছিলেন। বলেছিলেন, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে প্রধান আবেদনগুলি সাত বছর হয়ে গেল শীর্ষ আদালতে বকেয়া রয়েছে, দ্রুত শুনানি চাই। পাশাপাশি এই জটিল সমস্যা সমাধানের সূত্র খুঁজে বের করতে কমিটি গঠনের জন্য সর্বোচ্চ আদালতের কাছে সময়ও চেয়েছে শিয়া ওয়াকফ বোর্ড। সুন্নি ওয়াকফ বোর্ডকে বিতর্কিত জমির অংশ দেওয়ার বিরোধিতা করে শিয়া বোর্ড বলেছে, বাবরি মসজিদ যেহেতু শিয়া ওয়াকফ বোর্ডের সম্পত্তি, অতএব এ ব্যাপারে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছনোর জন্য বাকি পক্ষগুলির সঙ্গে আলাপ-আলোচনা, সমঝোতার এক্তিয়ার আছে কেবলমাত্র তাদেরই।