শ্রীনগর: নব্বইয়ের দশকের শুরুতে কাশ্মীরী পণ্ডিতদের উপত্যকা থেকে তাড়িয়ে দেওয়ার সময় মসজিদে মসজিদে উঠত ভারত বিরোধী স্লোগান। হুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকা জুড়ে মসজিদগুলির লাউডস্পিকারে সেই নব্বইয়ের মত ভারত বিরোধী স্লোগান শোনা যাচ্ছে বলে খবর। চরম পাকিস্তানপন্থী ওই সব স্লোগানে উপত্যকার যুব সমাজকে ভারত বিরোধী জিহাদে অংশ নিয়ে জঙ্গি হতে বলা হচ্ছে। উৎসাহ দেওয়া হচ্ছে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে। বিচ্ছিন্নতাবাদীরাও নাকি মসজিদে ঢুকে জিহাদের অডিও ক্যাসেট চালাচ্ছে, যাতে ভারতের হাত থেকে ‘স্বাধীনতা’য় উৎসাহ দেওয়া হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যাদের যোগসাজস আছে, তারা এমন সব ক্যাসেট সংগ্রহে রেখে দেয়, যাতে উপত্যকায় অশান্তি শুরু হলেই ওইসব ক্যাসেট চালিয়ে দিয়ে ঝামেলা আরও উসকে দেওয়া যায়। এত জোরে ওই ক্যাসেট চালানো হয়েছে, যে বৃদ্ধ ও ছোট ছেলেমেয়েরা কানঢাকা দিচ্ছে। বন্ধ রাখা হয়েছে দোকানপাট, বেসরকারি অফিস, পেট্রোল পাম্প। সরকারি পরিবহণ পুরোপুরি স্তব্ধ। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও বন্ধ রাখা হয়েছে।