ভোপাল: রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যায় কখনও কোনও মসজিদ ছিল না। করসেবকরা ১৯৯২-এ যে নির্মাণ ভাঙেন সেটাও আসলে মন্দির ছিল। দাবি করলেন দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী।

রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে শঙ্করাচার্য বলেন এ কথা। একইসঙ্গে বলেন, বিতর্কিত ভূমিতে নির্মাণ কার্যের ওপর আদালতের যে স্থগিতাদেশ রয়েছে তা তুলে নেওয়া হলেই সেখানে নির্মিত হবে বিরাট এক রাম মন্দির।

তাঁর কথায়, একজন শঙ্করাচার্য হিসেবে তাঁর কর্তব্য সনাতন ধর্মের রক্ষণাবেক্ষণ করা।

ঘোষিত বিজেপি বিরোধী বলে পরিচিত স্বামী স্বরূপানন্দ সরস্বতী বলেছেন, যখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সমালোচনা করেন, তখনই তাঁকে কংগ্রেসি বলা হয়। কিন্তু যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল শুধু তখনই তিনি কংগ্রেস করতেন কারণ তারাই তখন শুধু স্বাধীনতার জন্য লড়েছিল। আজ তিনি শুধু একজন ধর্মীয় নেতা বলেও মন্তব্য করেন তিনি।