জয়পুর: সবাই জানে অযোধ্যা রামের জন্মস্থান এবং রামমন্দির ঘিরে কোনও বিতর্কই নেই। বললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।
অযোধ্যার মতো কোনও বিতর্কিত স্থানেই মসজিদ হতে পারে না, ইসলামেই এর সমর্থন রয়েছে বলেও অভিমত জানিয়েছেন তিনি।
এখানে এক অনুষ্ঠানে ইন্দ্রেশ কুমার বলেছেন, রামমন্দির অনেক আছে, কিন্তু শুধু অযোধ্যাই রামের জন্মস্থান এবং রামমন্দিরের ব্যাপারেও কোনও বিতর্ক নেই। ইসলামের বক্তব্য হল, কোনও বিতর্কিত স্থানে মসজিদ গড়া যায় না। মসজিদ গড়তে হলে অযোধ্যা, ফৈজাবাদের বাইরে হোক।
সরকার ও আদালত পরিচালিত প্রত্নতাত্ত্বিক সমীক্ষায়ও অযোধ্যার বিতর্কিত জমিতে ইসলামের কোনও চিহ্ন, নমুনা পাওয়া যায়নি বলেও দাবি করেন সঙ্ঘের এই প্রথম সারির নেতা। বলেন, তবে সার্ভেতে ওখানে যে রামের জন্ম হয়েছিল, তার নথি-প্রমাণ মিলেছে।
অনুষ্ঠানে নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ মদন লাল সাইনি আরএসএস মুসলিমদের মূলস্রোতে সামিল করার লক্ষ্যে কাজ করছে বলে জানান।
ইসলামই বলেছে, অযোধ্যার মতো কোনও বিতর্কিত স্থানেই মসজিদ হতে পারে না, বললেন আরএসএস নেতা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Apr 2018 04:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -